১০ নং কোলাপাড়া ইউনিয়ন পরিষদ
শ্রীনগর, মুন্সীগঞ্জ।
১০নং কোলাপাড়া ইউনিয়ন পরিষদটি প্রায় ১৯৬০ সালে স্থাপন করা হয় । ২০০৩ সালে কমপেস্নক্স ভবন নির্মাণ করা হয়। ইউনিয়নটির আয়তন প্রায় ৩.৭৮ বর্গমা্ইল। ইউনিয়নের সীমানাঃ উত্তর ও পূর্বে পাটাভোগ ইউনিয়ন পরিষদ, দক্ষিণে লৌহজং উপজেলার মেদেনী মন্ডল ইউনিয়ন পরিষদ এবং পশ্চিমে রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদ অবস্থিত।
ইউনিয়নটি মুসলিম ও হিন্দু অধ্যুসিত এলাকা। বর্তমানে এর জনসংখ্যা প্রায় ২০,০০০ জন। ইউনিয়নটি মানবিক, সামাজিক, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সমৃদ্ধ। বোরো ধান এই ইউনিয়নের প্রধান ফসল। দঃকোলাপাড়া গ্রামের পাশে একটি বড় বিল আছে যা বিল কালিয়ানি নামে পরিচিত বর্ষাকালে এই বিলের প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোরম এখানে প্রচুর ধান ও মাছ এর জন্য বিখ্যাত। এই ইউনিয়নের উপর দিয়ে ঢাকা মাওয় মহাসড়ক তৈরি করা হয়েছে। এই ইউনিয়নে অনেক বিশিষ্ট গুনী জনের জনম হয়েছে তাঁরা উচ্চ পদে ছিলেন এবং বর্তমানে নিয়োজিত আছেন। এখানে বিভিন্ন পেশা জীবির লোক বসবাস করেন তবে ব্যবসায়ী ও বিদেশে চাকুরী করেন এদের সংখ্যাই বেশী। এই ইউনিয়টির রাজধানীর সাথে যোগাযোগ ব্যবস্থা খুবই ভাল। এই ইউয়িনের লোকজন সহজ সরল জীবন যাপন করেন এবং সাংস্কৃতিমনা।
এক নজরে কোলাপাড়া ইউনিয়ন পরিষদের স্থির চিত্র
· ইউনিয়নের সীমানাঃ উত্তর ও পূর্বে পাটাভোগ ইউনিয়ন পরিষদ, দক্ষিণে লৌহজং উপজেলার মেদেনী মন্ডল ইউনিয়ন পরিষদ এবং পশ্চিমে রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদ অবস্থিত।
· স্থাপন কাল ঃ ১৯৬০ সাল।
· শিক্ষার হার ঃ ৪৪.৬৬% ।
· কমপেস্নক্স ভবন নির্মাণ ঃ ২০০৩ সাল।
· জেলা/ থানা থেকে যোগাযোগ ব্যবস্থাঃ পাকা সড়ক পথে।
· আয়তন ঃ ৩.৭৮ বর্গমাইল।
· লোক সংখ্যাঃ পুরুষঃ ৯৩৭৪ জন, মহিলাঃ ৮২৫০ জন, মোটঃ ১৭৬২৪ জন। (জনম নিবন্ধন রেজিষ্টেশন অনুযায়ী ৩০/০৬/১২ ইং তারিখ পর্যমত)।
· মৌজার সংখ্যা ঃ ৭ টি ।
· হাট/ বাজারের সংখা্যা ঃ ০২ টি ।
· বিদ্যালয়ের সংখাঃ কলেজঃ বিজনেস ম্যানেজম্যান্ট কলেজ ১ টি, উচ্চ বিদ্যালয়ঃ ২টি , মাদ্রাসাঃ ৪ টি, প্রাথমিক বিদ্যালয়ঃ সরকারিঃ ০৬ টি , রেজিষ্টার বিদ্যালয়ঃ ২ টি।
· শিক্ষার হার ঃ ৪৪.৬৬% ।
· ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রঃ ১ টি ।
· কমিউনিটি ক্লিনিক ঃ ১ টি ।
· মসজিদের সংখ্যা ঃ ২৬টি ।
· কবর স্থানের সংখ্যা ঃ ০৬টি।
· কালিমন্দির ঃ ১টি (ফুলকুচি গ্রামে )।
· রাস্তা ও সড়কের পরিমাণঃ
১। পাকা ঃ ৪.৭৫ কি:মি:।
২। এইচ, বি .বি ঃ ০.৫০ কি:মি ।
৩। কাঁচা রাস্তা ঃ ২৫ কি: মি: ।
· নলকূপের সংখ্যা ঃ ৪৫ টি ।
১। গভীরঃ ০৩ টি।
২। অগভীর ঃ ২৫ টি ।
৩। পাওয়ার পাম্প ঃ ০৫ টি।
১। জমির পরিমাণ ঃ ৯৩২ হেক্টর ।
২। আবাদি জমি ঃ ৭৬২ হেক্টর।
৩। অনাবাদি জমি ঃ ১১৫ হেক্টর।
৪। জলা ভূমি ঃ ৪৮ হেক্টর।
৫। রাস্তা ও ঘরবাড়ি ঃ ১৭২ হেক্টর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস